আসাদুজ্জামান: রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় শোক পালন করছে জাতি। সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক।
সোমবার সকাল থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত-বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। সাতক্ষীরা শহরেও এভাবে শোক পালন করতে দেখা গেছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, রবিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো আদেশ মেনে সোমবার সকাল থেকে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলাতেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।