খেলার খবর: প্রতিপক্ষকে বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়া বাংলাদেশের বয়সভিত্তিক নারী দলের কাছে নতুন কোন ঘটনা নয়। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ফিলিপাইনকে উড়িয়ে শুরু করবে মেয়েরা এটাই ছিল কাম্য। তহুরা-মারিয়ারা করেছেও তাই। মিয়ানমারে অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে ১০-০ গোলের বিশাল ব্যবধানে ফিলিপাইনকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। মিয়ানমারের মান্দালা থিরি স্টেডিয়ামে গোল উৎসব কাকে বলে দেখিয়েছে গোলাম রাব্বানি ছোটনের দল।
ফিলিপাইনের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের শুরুতে দুর্দান্ত এই জয়ে চূড়ান্ত পর্বের পথ কিছুটা এগিয়ে রাখল মেয়েরা। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ চীন ও স্বাগতিক মিয়ানমার। চার দলের এই গ্রুপে চ্যাম্পিয়ন হলেই চলতি বছরের সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে জায়গা মিলবে বাংলাদেশের। এমনকি রার্নাসআপ হলেও খেলতে পারবে চূড়ান্ত পর্বে।
সেই লক্ষ্য পূরণে দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনের বিপক্ষে বড় জয়ই লক্ষ্য ছিল অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের। তবে জয়টা এতো বড় হবে তারা হয়তো ভাবেনি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে গ্রুপ ‘এফ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে আসে মারিয়া মান্দা-মনিকা চাকমারা। চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২৭ গোল দিয়েছিল আঁখি খাতুন-তহুরারা।
প্রথম রাউন্ডের প্রেরণা দ্বিতীয় রাউন্ডেও দারুণ কাজে লাগালো ছোটনের দল। ম্যাচে তার দল প্রতিপক্ষের জালে প্রতি নয় মিনিট পরপর গোল দিয়েছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা ফিলিপাইনের জালে ছয় গোল দেয়। এরমধ্যে শুরুর ২৪ মিনিটে চার গোল দিয়ে বড় জয়ের আভাস দেয় তহুরারা। দ্বিতীয়ার্ধে দিতে পারে চার গোল। দুই অর্ধের খেলা মিলিয়ে জয়টা ছোটও বলা চলে!