কলারোয়া প্রতিনিধি : কয়েকটি স্থানে জলাবদ্ধতার কারণে কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ডের তুলসীডাঙ্গা গ্রামের অনেকে চরম দুর্ভোগে পড়ছেন। জলাবদ্ধতার কারণে অনেক কৃষক তাদের কৃষিকাজও ঠিকমতো করতে পারছেন না। ঠিকমতো ড্রেনেজ ব্যবস্থা না থাকা কিংবা ড্রেন ভরাট হয়ে পড়ায় অনেকের বাসা-বাড়ির আঙিনায় পানি জমে থাকছে। সবমিলিয়ে কৃত্রিম জলাবদ্ধতার সংকট নিরসণে বাধ্য হয়ে কলারোয়া পৌরসভা ঘেরাও করলো ভূক্তভোগি এলাকাবাসী। বৃহষ্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পৌরসভা ঘেরাওকালে তারা বিক্ষোভ প্রদর্শন করেন ও নানান স্লোগান দেন। তারা বলেন- গত ২/৩দিনের ঝড়বৃষ্টিতে তুলসীডাঙ্গার অনেক এলাকায় পানি জমে গেছে। পৌর কর্তৃপক্ষের চরম গাফিলতা ও দায়িত্বহীনতায় কৃত্রিম জলাবদ্ধতায় নিদারুণ কষ্ট পাচ্ছে নাগরিকরা। তারা ড্রেন সংষ্কারসহ অবিলম্বে এসকল সমস্যা সমাধানের দাবি জানান। ঘেরাও ও বিক্ষোভকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজাম্মান তুহিন, যুবলীগ নেতা ফারুক, শাহজাদ, হযরত, মিরাজ, মিলনসহ এলাকার শতাধিক সাধারণ মানুষ। বিক্ষোভকালে পৌরসভার দায়িত্বশীল কয়েকজন দ্রুত স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট