আবহাওয়া সংবাদ: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারাদেশে আবহাওয়া শুষ্ক রয়েছে। এ অবস্থা আগামী ৩/৪ দিন বিরাজ করবে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, পশ্চিমা লুঘুচাপের কারণে ৫/৬ মার্চ হতে দেশের উত্তরাংশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিকে আজ শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (২-৪) ডিগ্রি সে. বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।
আগামী ৭২ ঘণ্টা আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছে অধিদপ্তর।