বিদেশের খবর: ভারতে আবারও নির্যাতনের শিকার হলেন কাশ্মীরি ব্যবসায়ীরা। বুধবার লখনোর রাস্তায় তাঁদের আক্রমণ করে উগ্র হিন্দুত্ববাদী গেরুয়া সংগঠনের কয়েকজন সদস্য। তাদেরই একজন মারধরের ভিডিও শেয়ার করেছে। এ ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ভারতজুড়ে। খবর এনডিটিভির।
জানা গেছে, মধ্য লখনোর দালিগঞ্জ এলাকায় বুধবার বিকেল পাঁচটা নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে। ভাইরাল হওয়া ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ওই দুই ব্যবসায়ীকে মারা হচ্ছে কারণ তারা কাশ্মীরের বাসিন্দা। আরেকজন তাদেরকে জঙ্গি বলে ভারতীয় নাগরিক হওয়ার বৈধ কাগজপত্র দেখতে চান।
ঘটনা দেখে স্থানীয়রা ওই দুই ব্যবসায়ীকে রক্ষা করতে আসেন। হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের হাত থেকে দুজনকে উদ্ধার করেন তারা।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তবে মূল অভিযুক্তের খোঁজ এখনও পাওয়া যায়নি। সে নিজেকে বিশ্ব হিন্দু দল নামে একটি সংগঠনের সভাপতি হিসেবে তুলে ধরেছিলো।
কাশ্মীরের ওই দুই বাসিন্দা দীর্ঘদিন ধরে লখনোতে থাকেন। কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হচ্ছেন কাশ্মীরিরা। ভারতীয় সুপ্রিমকোর্ট এ ধরনের ঘটনা বন্ধে সরকারকে নির্দেশনা দিয়েছে। তবে বাস্তবে সেগুলোর ফল দেখা যাচ্ছে না।