আন্তর্জাতিক ডেস্ক: এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ হিসেবে পাঠকের ভোটে নির্বাচিত হয়েছে ইন্দোনেশিয়া। লন্ডনভিত্তিক ট্রাভেল গাইড বিষয়ক ওয়েবসাইট রাফ গাইডস বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের এ তালিকা প্রকাশ করেছে।
ওয়েবসাইটটি জানিয়েছে, ইন্দোনেশিয়া তার দ্বীপরাশি ও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা আগ্নেয়গিরির জন্য ভ্রমণপিপাসুদের কাছে ব্যাপক জনপ্রিয়। তাই রাফ গাইডের পাঠকের ভোটে দেশটি এশিয়ার সুন্দরতম ও বিশ্বের ষষ্ঠ সুন্দর দেশের সম্মান লাভ করেছে। রাফ গাইড জানিয়েছে, ইন্দোনেশিয়ার জাতিগত, সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যময়তা রয়েছে। দেশটি সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়েও অত্যন্ত সমৃদ্ধ। এ ছাড়া বৈচিত্র্যময়তা দেশটির অন্যতম বৈশিষ্ট্য। দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাস। দেশটির কয়েক হাজার দ্বীপে এদের বাস।
পাঠকের ভোটে ইন্দোনেশিয়া এশিয়ার অপর দুই দেশ ভারত ও ভিয়েতনামকে পেছনে ফেলেছে। এ দুটি দেশে যথাক্রমে বিশ্বের সুন্দরতম দেশের তালিকায় ১৩তম ও ২০তম স্থানে রয়েছে। স্কটল্যান্ড এ তালিকার শীর্ষে রয়েছে। এর পরের স্থানে রয়েছে কানাডা, নিউজিল্যান্ড, ইতালি ও দক্ষিণ আফ্রিকা। তালিকাটিতে মোট ২০টি দেশ স্থান পেয়েছে। যার মধ্যে এশিয়ার দেশ হিসেবে রয়েছে কেবল ইন্দোনেশিয়া, ভারত ও ভিয়েতনামের নাম।
পূর্ববর্তী পোস্ট