কালিগঞ্জ প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ আতাউর রহমানের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উপজেলাটিতে মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ৭০৬ জন। ২৪ মার্চ রবিবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে কালিগঞ্জে মোট ভোট প্রদান করেছেন ১ লক্ষ ৩ হাজার ৪৩০ জন ভোটার। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ বা সাড়ে বারো শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামায়াত বাজেয়াপ্ত হবে। কালিগঞ্জ উপজেলায় নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত এএসপি শেখ আতাউর রহমান পেয়েছেন ৯৪৯৬ ভোট। সেই হিসেবে তিনি ১২,৯২৯ ভোটের কম পাওয়ায় তার জামায়ানত বাজেয়াপ্ত হচ্ছে।
উল্লেখ্য, কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাঈদ মেহেদী ঘোড়া প্রতিক নিয়ে ৫৬ হাজার ৮৩৮ ভোট বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিকের শেখ মেহেদী হাসান পেয়েছেন ৩৪ হাজার ৭৬৬ ভোট।
সাতক্ষীরার কালিগঞ্জে জামানত হারালেন নৌকার প্রার্থী!
পূর্ববর্তী পোস্ট