দেশের খবর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে বছরব্যাপী ‘মুজিব বর্ষ’ উদযাপনের আয়োজন চলছে দেশ জুড়ে। তারই অংশ হিসেবে জাতীয় সংসদ সচিবালয়ও ‘মুজিব বর্ষ’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে ‘মুজিব বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে আগামী ২৩ এপ্রিল ১১টায় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভায় জাতীয় কর্মসূচির সাথে সমন্বয় করে সংসদের কর্মসূচি নির্ধারণের জন্য এ সভা অনুষ্ঠিত হবে বলে স্পিকারের দফতর সূত্রে জানা গেছে। সভায় একাদশ সংসদের সংসদীয় কমিটির সকল সভাপতি ও বিভিন্ন দফতরের প্রধানদের সভায় উপস্থিত থাকার জন্য এরমধ্যে চিঠি ইস্যু হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় চলতি বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।