নিজস্ব প্রতিবেদক: গত ২৯ এপ্রিল সাতক্ষীরা সদর উপজেলা আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড সহ সরকারি কলেজ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়, কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাথে সাথে এক সপ্তাহের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়, এরপর থেকেই সাধারণ শিক্ষার্থী এবং তৃণমূল ছাত্রলীগ কর্মীদের মধ্যে নতুন ছাত্রলীগের নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তৃণমূল ছাত্রলীগ কর্মীরা দীর্ঘদিন যারা তৃণমুল ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আসছে তাদের মধ্য থেকে সাতক্ষীরা সদর উপজেলা এবং সরকারি কলেজ সকল ইউনিটের শীর্ষ নেতৃত্বে দেখতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা জানান, বিগত সময়ে আমরা দেখেছি তৃণমূলকে মূল্যায়ন না করে হাইব্রিড নেতা ও ফেসবুক নেতাদের শীর্ষ নেতৃত্বের আনা হয়েছে, তৃণমুল ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি তৃণমূলকে মূল্যায়ন করা হোক এবং ত্যাগী ও প্ররিশ্রমী কর্মীবান্ধব নেতাদের শীর্ষ নেতৃত্বের আনা হোক।
ছাত্রলীগের সাতক্ষীরা সদর ও সরকারি কলেজ কমিটি নিয়ে জল্পনা-কল্পনা
পূর্ববর্তী পোস্ট