খেলার খবর: দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে বুধবার বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। কিন্তু তার আগেই দলটির অধিনায়ক বিরাট কোহলিকে রাজা বানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা নিজেদের সাইটে কোহলির একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে কোহলির গায়ে রাজার সাজপোশাক। ছবিতে ক্রিকেটে কোহলির র্যাংকিং ও ভারতের বিশ্বকাপ জয়ের সাল উল্লেখ করা হয়েছে। সিংহাসনে বসা কোহলির এক হাতে বল এবং অন্য হাতে ব্যাট। পেছনে ভারতের পতাকার তিনটি রং। কোহলির মাথায় ব্রিটিশ রানীর মতো মুকুট এবং গলায় বড় হার।
কিন্তু বিশ্বকাপ চলাকালে নির্দিষ্ট দলের অধিনায়কের এমন রাজকীয় ছবি প্রকাশে অনেকেই বিরক্ত হয়েছেন। কেউ কেউ আইসিসির সমালোচনাও করেছেন। অন্যদিকে অনেকে মন্তব্য করেছেন, ছবিতে যে খেলোয়াড়কে দেখানো হয়েছে তাকে মোটেও কোহলির মতো লাগছে না। তাকে ভারতের আরেক খেলোয়াড় লোকেশ রাহুলের মতো লাগছে।