ডেস্ক রিপোর্ট : আগামী ২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এ দিন বেলা ১২টায় সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
এ লক্ষ্যে রোববার বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের মতবিনিময় করেন সাতক্ষীরা জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক জেলা সেক্রেটারি নুরুল হুদা, সাবেক ছাত্র নেতা এড. আজিজুর রহমান, জেলা সেক্রেটারি আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ওমর ফারুক, অফিস সম্পাদক রুহুল আমিনসহ অন্যরা। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা আমীর বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় অধির আগ্রহে অপেক্ষমাণ। এই বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অগ্নি সৈনিক ও মানবিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারী ২০২৬ সাতক্ষীরাতে আগমণ করবেন এবং সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
সমাবেশ সফল এবং সার্থক করতে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি। ###

