প্রেস বিজ্ঞপ্তি :
মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ২৬ জুন বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আব্দুল হাসেম আলী। সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) সালাউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন আদর পরিচালক কাজী আকতার হোসেন, গিয়াস উদ্দিন, মোস্তফা কামাল হোসেন, মকবুল হোসেন, কুশল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা। আলোচনা শেষে চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সাতক্ষীরা জেলা কালেক্টর চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক একটি দেশ একটি জাতিকে ধ্বংস করে। সুতরাং মাদককে না বলুন, যুব সমাজকে রক্ষা করুন। আর কোন যুবক-যুবতী যেন মাদকের ভয়াল ছোবলে না পড়ে সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সাতক্ষীরায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন
পূর্ববর্তী পোস্ট