শ্যামনগর ব্যুরো : শ্যামনগর ঊপজেলা প্রশাসনের আয়োজনে মুন্সিগঞ্জের মুনসুর সরদারের গ্যারেজ নাম পরিবর্তন করে সুরেন বাবুর মোড় উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরা -৪ আসনের এমপি এস,এম, জগলুল হায়দার আনুষ্ঠানিকভাবে সুরেন বাবুর মোড় উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম, উপজেলা প্রকৌশলী চৌধুরী মোঃ আছিফ রেজা, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল হোসেন প্রমূখ।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় স্বাধীনতাবিরোধী মুনছুর সরদারের নামীয় মুন্সিগঞ্জের মুনসুর সরদারের গ্যারেজ বাজার নাম পরিবর্তন করে শহিদ সুরেন বাবুর মোড় করার জন্য উপজেলা পরিষদের মিটিং এ অনুমোদিত হয়। সেক্ষেত্রে সুরেন বাবুর মোড় উদ্বোধন করা হয়। আগামী ৭ দিনের মধ্যে সকল সাইন বোর্ড, গেইটের নাম মুনসুর সরদারের গ্যারেজ পরিবর্তন করে সুরেন বাবুর মোড় নাম লিপিবদ্ধ করতে সকলকে নির্দেশও দেওয়া হয়। ১৯৭১ সালে রাজাকারেরা নির্মমভাবে সুরেন বাবুকে হত্যা করে।
উল্লেখ্য, সরকারের একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা সম্প্রতি সাতক্ষীরার রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের নামে নামকরণকৃত বিভিন্ন স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের তথ্য সরকারকে প্রদান করে। যার ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এসব স্থানের/প্রতিষ্ঠানের নাম স্বাধীনতার স্বপক্ষের ব্যক্তিদের নামে করার উদ্যোগ নেয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট