ড্রকে প্রাধান্য দিয়ে শনিবার শেষ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেটা এখন খুবই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাত্র ১৬ রানের মধ্যে তিন উইকেট হারায় সফরকারীরা। এর পর শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের এক ওভারেই আরও দুজন ব্যাটসম্যান আউট। ৩১ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করেছে বাংলাদেশ।
বিনা উইকেটে ৬৭ রানে চতুর্থ দিন শেষ করা বাংলাদেশ পঞ্চম দিনটাই শুরু করেছে উইকেট হারিয়ে। গলেতে দুই ইনিংসেই ফিফটি হাঁকানো সৌম্য সরকার ছিলেন ভরসার প্রতীক। কিন্তু তার আউট দিয়েই শুরু হয় দিন।
আসেলা গুনারত্নের পেসে পঞ্চম দিন রানের খাতা না খুলে বোল্ড হন সৌম্য। ৫৩ রানে শেষ হয় তার ইনিংস। এর পর দিলরুয়ান পেরেরা তার অফ স্পিনে পরপর দুই ওভারে সাজঘরে ফেরান মুমিনুল হক ও তামিম ইকবালকে। মুমিনুল ৫ রানে এলবিডব্লিউর শিকার। আর তামিমকে ১৯ রানে ক্যাচ দিতে হয় গুনারত্নের কাছে।
৪৫৭ রানের লক্ষ্যে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। হেরাথের সপ্তম ওভারে সাকিব ৮ রানে ক্যাচ তুলে দেন দিমুথ করুনারত্নের হাতে। মাহমুদউল্লাহ নেমেই দ্বিতীয় বলে এলবিডব্লিউর শিকার, রানের খাতা খোলা হয়নি তার।
অধিনায়ক মুশফিকুর রহিমকে ব্যাটিং ক্রিজে সঙ্গ দিতে নেমেছেন লিটন দাস।