নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়ন দখলের চেষ্টা ও নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মটরশ্রমিক ইউনিয়ন সূত্রে জানাগেছে, শান্ত বাস টার্মিনালকে অশান্ত করার জন্য একটি চক্র বৃহস্পতিবার দুপুরে আকষ্মিকভাবে শ্রমিক ইউনিয়ন দখলের অপচেষ্টা করেন। এসময় বঙ্গবন্ধুর কাঙালি ভোজ অনুষ্ঠান বর্জনকারী, আমান হত্যা মামলার আসামি আক্তারুজ্জামান মহব্বত, মকছুদ, লিয়াকত, সালাম, শফি, কবির, রবি, মিয়ারাজ জেলার বিভিন্ন এলাকার বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিলনকে মারপিট করে ইউনিয়ন দখলের চেষ্টা চালায়। এঘটনায় সাধারণ শ্রমিকরা ফুঁসে উঠলে হামলাকারীরা পালিয়ে যায় বলে ইউনিয়নের নেতৃবৃন্দ জানান। এছাড়া গত মঙ্গলবার ইউনিয়নের শ্রমিক আহাদুর রহমান খান, সহ-সভাপতি তহিদুর রহমানকে মারপিট করে ওই চক্র। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ইউনিয়নে পুলিশ টহল রয়েছে। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকালে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা কেন্দ্রীয় বাস-টার্মিনালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শেখ তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ ও জেলা অটো-মোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কালু প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যারা শান্ত কেন্দ্রীয় বাসটার্মিনালকে অশান্ত করতে চাই তাদের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। আমাদের কোন শ্রমিকের উপর হামলা হলে শান্ত মটর শ্রমিকরা বসে থাকবেনা। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কি কারণে শ্রমিকলীগের কার্যক্রম নিয়ে ষড়যন্ত্র করছে আমরা জানিনা কি তার উদ্দেশ্য? তিনি কী অন্য কারো উদ্দেশ্যে বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন। যদি তাই হয় তাহলে শ্রমিকরা তার দাতভাঙ্গা জবাব দিবে। প্রতিবাদ সমাবেশে বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হামিদুল ইসলাম।
অপরদিকে, ইউনিয়নের চাঁদা দাতা সদস্যদের পরিচয় পত্র ফেরত দেওয়ার দাবিতে সাতক্ষীরা জেলা মটর শ্রমিক সংগ্রাম পরিষদের আহবানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টায় পরিবহন শ্রমিক নেতা লিয়াকত হোসেনকে ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ জাহিদ হোসেনকে মারপিট করার প্রতিবাদে খুলনা রোড মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা আরশাদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শেখ মকসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, শেখ কবির হোসেন, শেখ মিয়ারাজ আলী, মোঃ নুরুল আলম, এবাদুল্লাহ হাজরা, আব্দুর রহমান বাপ্পি, মশিয়ার রহমান, কাজী আক্তারুজ্জামান মহব্বত, মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ। সভায় অবিলম্বে লিয়াকত হোসেনের উপর হামলাকারী জাহিদ হোসেনের গ্রেফতার ও সাধারণ ইউনিয়নের চাঁদা দাতা সদস্যদের পরিচয়পত্র ফেরত দেওয়ার জন্য আহবান জানান। সভায় সকলের সর্বসম্মতিক্রমে শেখ রবিউল ইসলাম রবিকে আহবায়ক, লিয়াকত হোসেন ও মোঃ আবুল হোসেনকে যুগ্ম আহবায়ক এবং কাজী আক্তারুজ্জামান মহব্বতকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠন করা হয়। প্রতিবাদ সভা শেষে বাস টার্মিনাল এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পূর্ববর্তী পোস্ট