রাজনীতির খবর: খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি সমীর কুমার শীলকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার গভীর রাতে সদর থানা পুলিশ নগরীর খানজাহান আলী রোডের ৮৫ নম্বর চারতলা বাড়ি থেকে সমীরকে আটক করে।
এ সময় সমীরের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং একই স্থান থেকে এক নারীকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সুজিত মণ্ডল বলেন, নগরীর খানজাহান আলী রোড থেকে সমীর কুমার শীল ও এক নারীকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। সমীর কুমার শীলের রাজনৈতিক পরিচয় জানেন না বলে জানান পরিদর্শক।
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল রাতে গণমাধ্যমকে বলেন, সমীর কুমার শীল ছাত্রলীগের মহানগর শাখার সহসভাপতি।
এদিকে, রোববার গভীর রাতে মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহিন আলম এক ই-মেইল বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন, সমীর কুমার শীলকে সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দলীয় সব পদ ও কর্মকাণ্ড থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানো হয়েছে বলেও জানানো হয় ই-মেইলে।