নিজস্ব প্রতিবেদক : ‘গৌরবময় পথ চলার ২৬ বছর’ স্লোগানে বাংলাদেশের পাঠক নন্দিত ও বহুল প্রচারিত দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সাতক্ষীরায় নানা আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাব পাঠক-সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ। ভোরের ডাকের সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি প্রমুখ। বক্তারা বলেন, একটি পত্রিকা ২৫ বছর টিকে থাকা দূরহ ব্যাপার। এটি একটি পত্রিকার জন্য বিরাট অর্জন। এ অর্জন সব পত্রিকার থাকে না। বক্তারা আরো বলেন, বর্তমানে দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। ভোরের ডাক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে। তাদের সেই অবস্থা এখনও বদলায়নি। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পত্রিকার সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি কালিদাশ রায়, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ঈদুজ্জামান ঈদ্রিস, প্রাক্তন সাধারণ সম্পাদকদ্বয় সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলা ও সমকালের জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক কল্যানের কাজী শওকাত হোসেন ময়না, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। উপস্থিত ছিলেন ইনকিলাবের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াজেদ কচি, দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়ছার সুমন, সময়ের খবরের রুহুল কুদ্দুস, লোকসমাজের স ম মাসুদ, দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল, আমাদের অর্থনীতির ফরিদ আহমেদ ময়না ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এ সময় ভারের ডাকের সাতক্ষীরা প্রতিনিধি মোহাম্মাদ আলী সুজন সকলকে মিস্টিমুখ করান।