নিজস্ব প্রতিনিধি :
গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী সভাপতি মিজানুর রহমান প্রতিকার চেয়ে গত ১৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং- ৮৭৬।
জানা গেছে, সম্প্রতি ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি স্বারিত একপত্রে গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে চাঁদনীমুখা গ্রামের রুপচানের পুত্র মিজানুর রহমানকে মনোনীত করেন। এদিকে উক্ত পদের প্রত্যাশী ছিলেন ৩জন যুবক। কিন্তু উপজেলা কমিটি মিজানুর রহমানকে মনোনীত করায় স্থানীয় একটি কুচক্রী মহল প্তি হয়ে ওঠে এবং গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। ষড়যন্ত্রের অংশ হিসেবে মিজানুর কে শিবির ক্যাডার প্রমাণিত করতে শ্যামনগরের নওয়াবেকীর একটি কম্পিউটারের দোকান থেকে শিবিরের ফান্ডে টাকা দেওয়ার রশিদ তৈরি করে। সেখানে ইচ্ছামত মিজানের নাম বসিয়ে তাকে ফেসবুক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে।
ভুক্তভোগী মিজানুর রহমান জানান, আমার পরিবারের সদস্যরা বাংলাদেশ আওয়ামীলীগের সাথে জড়িত। আমার সেঝ ভাই মৃত. আব্দুর রউফ গাবুরা ইউনিয়নের আওয়ামীলীগের ৬নং ওয়ার্ডের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন। একটি কুচক্রী মহল আমাকে সামাজিক, রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে এধরনের হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এঘটনায় মিজানুর তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাতীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপরে আশু হস্তপে কামনা করেছেন।
গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ॥ থানায় জিডি
পূর্ববর্তী পোস্ট