নতুন প্রজন্মকে বাঙালি জাতীয়তাবাদ আর দেশপ্রেমকে বুকে ধারণ করে দেশের অগ্রযাত্রায় শরীক হওয়ার আহ্বান
মাহফিজুল ইসলাম আককাজ : ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ও মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের স্মরণে জেলা ১৪ দলের আহবানে গণজমায়েত ও মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ সদস্য ডাঃ মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক বিশ্বাস, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দীক, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান, প্রভাষক ইদ্রিস আলী, ওয়ার্কাস পার্টির মুহিবুল্লাহ মোড়ল, কাজী রিয়াজ, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডাঃ মুনসুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তরের অগ্নিঝরা ২৫ মার্চ বাঙালির জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি। আর এদিন বাঙ্গালি জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের এক নৃশংসতম বর্বরতা। পাকিস্তানের মতো হীন রাষ্ট্রের সাথে পূর্ব বাংলার যোগদান করাটা ঠিক হয়নি। বাংলাদেশে এখনো পাকিস্তানপন্থী স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র চলছে। এই সমস্ত ষড়যন্ত্র রুখতে নতুন প্রজন্মকে বাঙ্গালী জাতীয়তাবাদ আর দেশপ্রেমকে বুকে ধারণ করে দেশের অগ্রযাত্রায় শরীক হওয়ার আহ্বান জানান।’
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বদ্ধভূমিতে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।
পূর্ববর্তী পোস্ট