আজকে আমাদের স্বাধীনতা দিবস,
তার মধ্যেই জঙ্গী হামলায় বিপন্ন আমাদের দেশের এক প্রান্ত! এরপরেও দেখবেন কিছু অপদার্থের বাচ্ছা আজও ঝগড়া করতেছে কে স্বাধীনতার ঘোষক!!!
আমাদের স্বাধীনতা দিবসে এসে সেই ২৫ শে মার্চ ১৯৭১ এর মতো গতকালও এদেশের নিরীহ জনতার রক্ত ঝরালো হায়েনা জঙ্গিরা আর এখন দেখবেন কিছু অপদার্থের বাচ্ছাকে এটা প্রচার করতে ব্যস্ত : সিলেটের জঙ্গি হামলার ঘটনাবহ সরকারেরর নাটক, সাজানো, একটা ইস্যু চাপা দিতে জঙ্গি নাটক সাজিয়েছে।
সাধারণ কথা নিজের জীবন দিয়ে কেউ নাটকে অভিনয় করে? দুনিয়ার কোন কিছু কি নিজের জীবনের চেয়ে দামি? আপনি করতে পারবেন? মানুষ বাঁচার জন্য কত কি করে। আর এরা সেচ্ছায় জীবন দেয়!!
বিএনপি জামাতের আমলে দেশের ৬৪ জেলায় একসাথে বোমা হামলাও কি নাটক ছিল? কিছুদিন আগে ঢাকার হলি আর্টিজানে জঙ্গিদের হাতে ২০-২২জন বিদেশী নাগরিক হত্যা ও পুলিশ অফিসারের মৃত্যুও কি নাটক ছিলো?
আমি আপনি মরলে স্বাভাবিক কিন্তু তাহলে শুধু কেন শুধু জঙ্গি একা মরলেই অস্বাভাবিক বা সাজানো নাটক? আর পুলিশসহ মরলে সরকারের চালাকি? আর পুলিশ RAB না মরলেও!!!
২০১৭তে ইউরোপসহ, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফান্স, জার্মানি, বেলজিয়ামসহ নানান দেশের উপর হামলা গুলোও নাটক? নাকি সেটা আমাদের দেশ নয় বলে আসল?। আর আমাদের মাতৃভূমিতে হলে নাটক?
নাকি রাজনৈতিক বিরোধোর জের অন লাইনে এসে আপনারা এসব প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে কারো বা কোন সংঘবদ্ধ গুষ্টির স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছেন?
রাজনৈতিক বিরোধের জন্য পাক প্রীতি না করে নিজ দেশকে ভালবাসুন। দেশের সব ভাল কাজে সরকারকে সহযোগিতা করুন, সময় আছে জঙ্গি এবং সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন এবং সকলকে উৎসাহিত করুন। তা নাহলে সামনে পাকিস্তান, সিরিয়া, ইরাক, আফগানীস্থানের মতো হওয়ার মানসিকতা তৈরী করুন।
লেখক: সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, মাস্টারদা’ সূর্যসেন হল শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়।