বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে রঙ্গিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজে টিকে থাকতে হলে ম্যাচটি জিততেই হবে স্বাগতিকদের। অন্যদিকে বাংলাদেশ জিতে গেলে পঞ্চমবারের মতো বিদেশের মাটিতে সিরিজ জয় নিশ্চিত করবে।
এর আগে দেশের বাইরে জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার, ওয়েস্ট ইন্ডিজ ও কেনিয়ার বিপক্ষে একবার করে সিরিজ জিতেছিল বাংলাদেশ। মঙ্গলবার দুই দলের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচটি কার দিকে হেলে পড়ে, এটাই এখন দেখার বিষয়।
নিশ্চিতভাবেই স্বাগতিক শ্রীলঙ্কা মানসিক চাপ নিয়ে মাঠে নামবে। অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশকে দেখা যাবে মঙ্গলবারের ম্যাচে। মাশরাফি অবশ্য সতর্ক দৃষ্টি রেখেছেন, ‘ওরা জেতার জন্য মরিয়া হয়ে থাকবে। আমাদের জিততে হলে আগের ম্যাচ থেকে তিন বিভাগে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
এদিকে শ্রীলঙ্কা চাপে থাকলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। দলের ম্যানেজার গুরুসিংহে বলেছেন, ‘এই ম্যাচে পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে হবে। বোলিং-ফিল্ডিংয়ে দারুণ কিছু করতে হবে। দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। ছেলেরা সবাই কঠোর পরিশ্রম করছে। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’
যদিও স্বাগতিকদের জন্য সিরিজে ফেরাটা বেশ কঠিন। ফিরতে হলে দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। প্রথম ম্যাচে চান্ডিমাল ছাড়া কেউই দায়িত্ব নিতে পারেনি। মঙ্গলবারের ম্যাচে অবশ্যই থারাঙ্গা, গুনারত্নে ও কুশল মেন্ডিসকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।
অন্যদিকে বাংলাদেশকে প্রথম ম্যাচের মতো করে খেলতে হবে। মাশরাফি এটাই মনে করেন, ‘প্রথম ম্যাচে আমরা দারুণ খেলেছি। সেভাবে খেললে সিরিজ জেতাটা কঠিন হবে না।’
দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মুশফিকুর রহিম প্রথম ম্যাচে রান পাননি। নিশ্চিতভাবেই তেতে আছেন তিনি। সোমবার নিজেকে ধারালো করতে অনুশীলন শুরুর ঘণ্টা খানেক আগেই বলবয় নাসিরকে নিয়ে কিছুক্ষণ নেট করলেন। প্রথম ওয়ানডের আগে পুরো দল স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ পেলেও আজকে প্র্যাকটিস গ্রাউন্ডের নেটেই অনুশীলন করতে হয়েছে টাইগারদের।
এদিকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। উইকেটে খানিকটা ঘাস থাকায় একজন পেসার বাড়লেও বাড়তে পারে। সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান কমিয়ে ফেলতে হবে টিম ম্যানেজমেন্টকে। তবে সবকিছুই চূড়ান্ত হবে মঙ্গলবার সকালে উইকেট দেখার পর। ‘আমরা এখনো একাদশ চূড়ান্ত করিনি। সকালে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিব’-বলেছেন মাশরাফি।