স্পোর্টস ডেস্ক: বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ আর নামতে পারল না ব্যাট করতে। বৃষ্টির দাপটে ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডে তাই পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি। লঙ্কানদের দেওয়া ৩১২ রানের লক্ষে ব্যাটিংয়ে নামতে পারেনি মাশরাফিবাহিনী। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ডাম্বুলার আকাশ ভেঙে নেমে আসে মুষলধারে বৃষ্টি।
প্রথম ওয়ানডে জেতায় বাংলাদেশ এগিয়ে থাকল ১-০ ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ জয়ের আনন্দে ভাসতো টাইগারবাহিনী। মঙ্গলবার শ্রীলঙ্কার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্বকভাবেই খেলতে থাকে শ্রীলঙ্কা।
ইনিংসের একেবারে শেষ ওভারটি করার জন্য তাসকিনের হাতেই বল তুলে দেন মাশরাফি। শেষ ওবারের তাসকিনের চতুর্থ বলে অ্যাসেলা গুনারত্নের ক্যাচ ধরলেন সৌম্য সরকার। পঞ্চম বলে সুরাঙ্গা লাকমালের ক্যাচটা ঝাঁপিয়ে ধরলেন মোস্তাফিজুর রহমান। শেষ বলে হ্যাটট্রিকের দারুণ সুযোগ।
হ্যাটট্রিক কী হবে? মাঠে নামলেন নুয়ান প্রদীপ। এমনই যখন অপেক্ষার পালা, তখনই লঙ্কান এই বোলারকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করে ফেললেন তাসকিন আহমেদ। সে সঙ্গে শ্রীলঙ্কাকে অলআউট করে দিলেন ৩১১ রানে। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তাসকিন আহমেদ।