বি এম আলাউদ্দীন : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী আড়ম মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত মরিচ্চাপ নদীর তীরে আড়ম মেলা মঞ্চের মাঠে এমেলা অনুষ্ঠিত হয়। এ আড়ম মেলায় শারদীয় দুর্গোৎসবের ১০টি পূজা মন্ডপের প্রতিমা একত্রিত করে পূজা মন্ডপে ঢোল বাদ্য বাজনার সাথে জড়িতদের নিয়ে ১০টি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলা উপলক্ষে আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা আ”লীগের প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্ল্যা, বড়দল ইউনিয়ন ভূমি অফিসার রনজিত কুমার মন্ডল, যুবলীগ নেতা ও সাংবাদিক এম এম সাহেব আলী, বি এম আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহাসিন আলী লিটন, খ্রিস্টান ধর্মযাজক ফাদার ড্যানিল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা (বাবু) সাঃ সম্পাদক আবু রায়হান সুমন সহ বড়দল ইউনিয়নের সকল ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনির বড়দলে আড়ম মেলা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট