নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে চোরাপথে বাংলাদেশে পাচারকালে সাতক্ষীরার লক্ষ্মীদাঁড়ি সীমান্তে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় কোনো চোরাচালানিকে গ্রেফতার করা যায়নি।
বিজিবির সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান আজ বৃহস্পতিবার সকালে বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মুজিবরের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের লক্ষ্মীদাঁড়ির মধ্যপাড়া বেড়ি বাঁধের ওপর একজন চেরাচালানিকে চ্যালেঞ্জ করে ধাওয়া দেয়। এ সময় সে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেটটি খুলে পাওয়া যায় ২০ হাজার পিস ইয়াবা। এর দাম ৬০ লাখ টাকা বলে জানান তিনি।
অধিনায়ক আরও জানান এ ব্যাপারে সাতক্ষীরা থানায় একটি মামলা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট