তালা উপজেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক শাহিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী ও সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী স্বাক্ষরিত একপত্রে উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, সদর উপজেলার সভাপতি সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, পৌর সাধারণ সম্পাদক আশরাফ সরদার, তালা উপজেলা সভাপতি দেবাশিষ দাশ প্রমুখ।
বিবৃতিতে বলা হয়েছে, শাহিন সরদার স্বাধীনতার স্বপক্ষের প্রগতিশীল চেতনার শক্তি বাংলাদেশ জাসদ তালা উপজেলার সাধারণ সম্পাদক। সে কখনো বিএনপির সাথে সম্পৃক্ত ছিলো না। প্রকৃতপক্ষে গত ১ নভেম্বর ২০১৯ তারিখে শাহীন সরদারের ব্যবহৃত ০১৭১৮ ২২৬৭৯৪ নং মোবাইলে শাহিন সরদার নামীয় ফেসবুক আইডি জনৈক হ্যাকার হ্যাক করে। এরপর ওই আইডি ব্যবহার করে সরকার বিরোধী এবং বিএনপি ও খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন স্ট্যাটার্স দেয়। এঘটনায় ভুক্তভোগী শাহীন ২ নভেম্বর ২০১৯ তারিখে পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। যার নং- ৬০। এবিষয়টি যাচাই-বাছাই না করে একটি কুচক্রী মহলের ইন্ধনে শাহিনের বিরুদ্ধে এধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ জাসদ জেলা নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি