প্রেস বিজ্ঞপ্তি:জেলা বাস মিনিবাস মালিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সাথে বাস মিনিবাস মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বাস মিনিবাস মালিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে রবিবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বাস মিনিবাস মালিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সাতক্ষীরা কলেজের উপাধ্যক্ষ মো. আমানউল্লাহ আল হাদী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নতি প্রাপ্ত এসপি) মোহাম্মদ ইলতুৎ মিশ, বিআরটিএল সহকারি পরিচালক মো. ওয়াজেদ আলী, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি সাইছুল করিম সাবু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক খোকন প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা বাস মিনিবাস মালিকদের পক্ষ থেকে পূর্বের ভোটার তালিকা অনুযায়ী অতি দ্রুত মালিক সমিতির নির্বাচনের দাবি জানান। মতবিনিময় সভায় জেলা বাস মিনিবাস মালিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার উপাধ্যক্ষ মো. আমানউল্লাহ আল হাদী বলেন, মালিক সমিতির হালনাগাদকৃত পুরাতন ভোটার তালিকা অনুযায়ী ভোট গ্রহণ করা হবে। সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ মালিকদের স্বত:স্ফুর্ত ভাবে অংশগ্রহণের মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে একটি নির্বাচন উপহার দেওয়া হবে।