কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী পার্কের শহীদ মিনারে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মোমবাতি প্রজ্বলনে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও আ’লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলীর সভাপতিত্বে ও সংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল এর সঞ্চালনায় মোমবাতি প্রজ্বলন পরবতর্ী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় তিনি বলেন, নতুন প্রজম্মকে বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতা সহ শহীদ বুদ্ধিজীবীদের কথা জানাতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শামছুল হুদা কবির খোকন, সাজেদুল হক সাজু, উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তলীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপটেন, সাধারন সম্পাদক হুমায়ন কবির হান্টু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডরেশনের সভাপতি শেখ আতিকুর রহমান, সাধারন সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন প্রমুখ। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকতার্ মোজাম্মেল হক রাসেলের সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকতার্ ডাঃ শেখ তৈয়েবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকতার্ জেসিয়া জামান, উপজেলা নিবার্চন অফিসার জামিরুল হায়দার, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, আশেক মেহেদী প্রমুখ।
কালিগঞ্জে বুদ্ধিজীবী দিবসে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা
পূর্ববর্তী পোস্ট