নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক প্রধান শিক্ষক রোববার বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। তারা সদর উপজেলার চুপড়িয়া এলাকায় তাদের সহকর্মী রেজাউল ইসলামের মেয়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে যাওয়ায় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। এদিকে, কোন প্রকার ছুটি না নিয়ে একযোগ শিক্ষক ও কর্মকর্তারা বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন শিক্ষক জানান, শনিবার প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। তাই বিদ্যালয়ে তেমন কোন কাজ না থাকায় রোববার সাতক্ষীরা সদর উপজেলার ইন্দ্রড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের সহকর্মী রেজাউল ইসলামের চুপড়িয়া গ্রামের বাড়িতে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলেন।
তারা আরও বলেন, সাতক্ষীরা সদর উপজেলার উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিয়ে অনুষ্ঠানের মধ্যহ্নভোজে অংশ নেয়। কয়েকজন সহকারী শিক্ষককও ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। তারা বলেন, শুধু প্রধান শিক্ষক কিম্বা সহকারী শিক্ষকরা নয়, সেখানে জেলা ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ উপজেলার সকল প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা নিমন্ত্রণ খেতে যান। তারা আরো বলেন, দাওয়াত খেয়ে কেউ কেউ বিদ্যালয়ে ফিরে আসেন, আবার কেউ কেউ বাড়িতে চলে যান। আত্মীয়-স্বজন, প্রতিবেশি, সহকর্মী, শিক্ষা কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ হাজারও বেশি মানুষ ওই বিয়ে অনুষ্ঠানের মধ্যহ্নভোজে অংশ নেয় বলে তারা জানান।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, রোববার প্রাথমিক বিদ্যালয়ে কোন ছুটি ছিলো না। তারপরও বিদ্যালয়ে ও অফিসে কোন শিক্ষক ও কর্মকর্তা অনুপস্থিত থেকে কোন অনুষ্ঠানে যায় তাহলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিয়ের নিমন্ত্রণে সাতক্ষীরা সদরের দেড় শতাধিক প্রধান শিক্ষক ও কর্মকর্তা বিদ্যালয়ে অনুপস্থিত!
পূর্ববর্তী পোস্ট