দেবহাটা ব্যুরো : দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সুশীলগাঁতী থেকে পর্যটন কেন্দ্র পর্যন্ত ২.৫ কিলোমিটার প্রধান সড়কটি কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে রাস্তাটি কার্পেটিং করণের উদ্বোধন করা হয়। এসময় সাতক্ষীরা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ইয়াকুব আলী, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে পর্যটন কেন্দ্রে যাতায়াতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছিল পর্যটকদের। ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে সুশীলগাতী থেকে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়কটি কার্পেটিংয়ের জন্য ২ কোটি ১৬ লাখ ২২ টাকা বরাদ্দ দেয় সরকার। রাস্তাটির কার্পেটিং শেষ হলে উপজেলা সদর থেকে স্বল্প সময়ে সুশীলগাতী হয়ে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে পৌছাতে সময় ও ঝামেলা দুটোই কমবে পর্যটকদের। আগামী এক সপ্তাহের মধ্যে সড়কটি কার্পেটিংয়ের কাজ পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ ও সংশ্লিষ্ট ঠিকাদার তপন চক্রবর্তী।