কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে ডেল্টালাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড গণ-গ্রামীণ বীমা ডিভিশন ত্রিমোহিনী ইউনিট শাখার বিশেষ উন্নয়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার দিনব্যাপী প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ভিপি উন্নয়ন প্রধান শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিট ম্যানেজার পৌর কাউন্সিলর জামাল উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার শাহজাহান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেশবপুর শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, গণ-গ্রামীন বীমার অপারেশন মানেজার সুশীল কুমার বারিহ ও শিক্ষিকা নূর নাহার নূরী। বক্তব্য রাখেন গণ-গ্রামীন বীমার সংগঠিকা প্রমীলা সরকার, গ্রাহক আব্দুল মজিদ প্রমুখ। সভায় সেরা সংগঠক ও সেরা সঞ্চয় কারীদের পুরস্কার প্রদান করা হয় এবং মেয়াদপূর্ণ হওয়ায় কয়েকজন গ্রাহকদের সঞ্চয় মুনাফা-সহ ফেরত প্রদান করা হয়। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।