‘মুজিব বর্ষ’-র ছড়া
-নুরুজ্জামান সাহেব
১.
নো কর্কট, নো কামলা
যে যার অতীত সামলা
মুজিব-এ প্রেম করে যে জন
সেই জন সেবিছে বাংলা
২.
কবিতায় দেশ নিয়ে
কি আর ভাববো?
দেশ তো তোমার সেরা
‘তর্জনী-কাব্য’!
৩.
স্বাধীনতা আনলেন যিনি
তাঁকে তুই বানালি পণ্য!
হায়! বিস্মৃত বাঙালি
তোর স্বাধীনতা তাই বিপন্ন!