নিজস্ব প্রতিনিধি : আত্মহত্যা কোনো প্রতিশোধ হতে পারে না। কোনো প্রতিবাদের ভাষাও নয় আত্মহত্যা। আত্মহত্যার মাধ্যমে কেবলমাত্র ব্যক্তিগত আবেগের প্রতিফলন ঘটানো গেলেও তা সমাজের কেবল ক্ষতিই ডেকে আনে । এ জন্য আত্মহত্যার প্রবণতা থেকে সরে আসতে আমাদের সচেতন হতে হবে। এর জন্য নিতে হবে শিক্ষামূলক উদ্যোগ।
মঙ্গলবার সাতক্ষীরায় ‘অনীকদের জন্য উদ্যোগ’ শীর্ষক সুধি সমাবেশে এসব কথা বলেন বক্তারা। সাতক্ষীরার তালা কলারোয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা ও নাসরিন খান লিপির কলেজ পড়ুয়া পুত্র সংস্কৃতি কর্মী অনীক আজিজের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে আয়োজন করা হয় এই সমাবেশের ।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরীর সভাপতিত্বে ও ‘অনীকদের জন্য উদ্যোগ’ এর সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন আত্মহত্যার প্রবণতা থেকে রক্ষা পেতে নিজ নিজ পরিবার থেকে সচেতন হতে হবে। ছেলে অথবা মেয়ে বিষন্নতায় ভুগছে কিনা , তার মধ্যে হতাশা কাজ করছে কিনা, সে মাদকের দিকে ঝুঁকে পড়ছে কিনা,সে একা থাকতে পছন্দ করে কিনা, নিজের ও পরিবারের প্রতি উদাসীন কিনা এসব বিষয়ের দিকে নজর রাখতে হবে। সে নিয়মিত ক্লাস করছে কিনা অথবা কোনো বাজে সঙ্গ তাকে পেয়ে বসেছে কিনা এসব বিষয়ে খোঁজ রাখার দায়িত্ব পরিবারের। সে কারও সাথে প্রেম ভালবাসায় জড়িয়ে পড়ছে কিনা। সে নির্ঘুম থাকছে কিনা। এমনকি ছেলে অথবা মেয়ে কি প্রত্যাশা করে তা নিয়েও ভাবতে হবে পরিবারকে। এ ছাড়া পারিবারিক ও সামাজিক নির্যাতন ও সহিংসতার বলি হচ্ছেন নারী পুরুষ এবং সব বয়সের মানুষ। এ বিষয়েও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা দরকার।
বক্তারা আরও বলেন স্কুল কলেজে শিক্ষার্থীদের নিয়ে কাউন্সেলিং করতে হবে। তাদের বুঝাতে হবে আত্মহত্যা কোনো প্রতিশোধ বা কোনো কিছুর প্রতিকার নয়। বরং বাস্তবতাকে মেনে নিয়ে জীবনকে জয় করাই হবে তাদের কাজ।
সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, বাসদ নেতা অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, নাগরিক আন্দোলন মঞ্চ সভাপতি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, সাবেক পিপি অ্যাডভোকেট ওসমান গনি, কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুর রহমান, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, অধ্যাপক সাব্বির হোসেন, অনীকের শিক্ষক স্বপন কুমার শীল, মহিলা পরিষদ সেক্রেটারি জোসনা দত্ত, বিশিষ্ট কন্ঠশিল্পী ও সংস্কৃতিকর্মী শামীমা পারভিন রত্না ও অনীকের ঘনিষ্ঠ ভারতে আলীগড় বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষারত আরিফ আরমান বাদল।
সমাবেশে পরিসংখ্যান তুলে ধরে বলা হয় বিশে^ প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। এই হিসাবে প্রতিলাখে ১১.৪ জন। বাংলাদেশে প্রতি বছর গড়ে ১০ হাজার আত্মহত্যার ঘটনা ঘটে। পরিসংখ্যানে আরও বলা হয় সাতক্ষীরা জেলায় ২০১৭ সালে ৩০৬ জন আত্মহত্যা করেন। এর মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ১৯৫ জন ও বিষপানে ১১১ জন। এ ছাড়া ২০১৮ সালে আত্মহত্যা করেন ২৭৪ জন। এর মধ্যে ফাঁসিতে ১৭৪ জন, বিষপানে ৯৭ জন এবং গায়ে আগুন লাগিয়ে ৩ জন আত্মহত্যা করেন।
আত্মহত্যার এই ভয়াবহ প্রবণতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়ে বক্তারা বলেন আমরা আর অনীকদের মতো সন্তানদের হারাতে চাইনা।
এর আগে অনীকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন।
পূর্ববর্তী পোস্ট