প্রেস বিজ্ঞপ্তি : উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কঠোর বাস্তবতা মোকাবিলায় একটি নতুন চার বছর মেয়াদি প্রকল্প গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক (BARCIK)। “এনভায়রনমেন্টাল হিউম্যান রাইটস ফর এ জাস্ট ট্রানজিশন: স্ট্রেনদেনড লোকাল সিএসওস ট্রান্সফর্মিং ক্লাইমেট হট-স্পটস ইনটু রেজিলিয়েন্ট কমিউনিটিস (ENGAGE)” শীর্ষক এই প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে।
এই যুগান্তকারী প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে বুধবার (১৩ আগস্ট, ২০২৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মো. হাসানুজ্জামান এবং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক।
সভায় জানানো হয়, জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, ভয়াবহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বাড়ছে। এর ফলে কৃষক ও বনজীবী জনগোষ্ঠীর জীবন ও জীবিকা আজ চরম হুমকির মুখে। এই সংকটময় পরিস্থিতিতে “এনগেজ” প্রকল্পটি স্থানীয় সরকার এবং কৃষি, বন, মৎস্য, স্বাস্থ্য ও যুব উন্নয়ন দপ্তরের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ জীবনযাত্রার মানোন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং একটি জলবায়ু সহনশীল সমাজ বিনির্মাণে কাজ করবে।
প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলা এবং খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার মোট ১২টি ইউনিয়নে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে সরাসরি উপকৃত হবে প্রায় ২০ হাজার পরিবার। ইউরোপীয় ইউনিয়ন এবং নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন এই প্রকল্পের মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫২০ টাকা।
উল্লেখ্য, বারসিক ১৯৯৭ সাল থেকে পরিবেশবান্ধব কৃষি, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং জেন্ডার সমতা আনয়নে নিরলসভাবে কাজ করে আসছে।
অনুষ্ঠানে বারসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এবিএম তৌহিদুল আলম, আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ার্দার, প্রকল্প সমন্বয়কারী মাহাবুবুর রহমান, উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলাম, এরিয়া অফিসার রোকসানা পারভীন,বাবলু জোয়ার্দার, টেকনিক্যাল অফিসার সুপর্না মিত্র, প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট বিদ্যুৎ মন্ডল ফিল্ড ফ্যাসিলিটেটর রাশিদুল হাসান, জাহিদা জাহান মৌ, মাহুয়া পারভীন প্রমু। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করেন।