রাজনীতির খবর: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুটি পর্যবেক্ষণ দিয়ে আবেদন খারিজ করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। তাবিথ আউয়ালের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। তার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। তাবিথ আউয়ালের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মো. খায়রুল আলম চৌধুরী।
পূর্ববর্তী পোস্ট