ন্যাশনাল ডেস্ক: রাজধানীর তুরাগ বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাতের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ‘কুখ্যাত ডাকাত’ শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব।
বুধবার ভোররাতে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন।
বুধবার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে মোবাইল ফোনে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
খুদেবার্তায় বলা হয়, র্যাব-১-এর সঙ্গে ডাকাতদের গোলাগুলির ঘটনায় শহীদ হোসেন নিহত হন। এ সময় ডাকাতদের গুলিতে র্যাবের এক সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে।
দুপুরে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানাবে র্যাব।
র্যাব সদর দফতরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।