ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের (সিটিটিসি, ডিএমপি,ঢাকা)র আয়োজনে এবং সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার এস এম আফজাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎ মিশ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, (সিটিটিসি, ডিএমপি,ঢাকা) ঢাকার নাজমুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উগ্রবাদ বিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম ও উগ্রবাদ দমনে স্পষ্ট ধারনা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি বলেন, ইসলাম কখনও জঙ্গিবাদকে সমর্থন করেনা। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে শিক্ষার্থী দের ভূমিকা রয়েছে।শিক্ষার্থীদের উদ্যেশ্যে প্রধান অতিথি বলেন তোমাদের মা-বাবা অনেক কষ্ট করে বাড়ি থেকে তোমাদের জন্য টাকা পাঠয় ভালো করে পড়াশুনা করা জন্যে। মানুষের মত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। তাই তোমরা কোন রকম জঙ্গীদের জড়াবেনা কারন ইসলাম কখনো জঙ্গিবাদ কে সমার্থণ দেয় না। তিনি বলেন তোমরা হয়তো খেয়াল করেছো কয়েক বৎসর আগে ঢাকায় হলিআর্টিজনে হামলা করেছিলো জঙ্গীরা। পরে পুলিশের তদন্তে বের হয়ে এসেছিলো হামলাকারী রা রাজনাধীর ভালো ভালো কলেজের স্টুডেন্ট ছিলো। হামলাকারীদের পরিনতি কি হয়েছিলো সেটা তোমরা হয়তো টেলিভিশনে দেখেছো। তাই তোমরা মন-কান দিয়ে পড়াশুনা করবে কোন জঙ্গি বা উগ্রবাদী সংগঠণে নিজেদের কে জড়াবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কর্মকর্তা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার গণ, বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারি পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন।
পূর্ববর্তী পোস্ট