মীর খায়রুল আলম: ২য় দফায় নওয়াপাড়া ইউনিয়নের ৮ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার হয়েছে। রবিবার দুপুরে নলতা বাজারের আশরাফুলের চাউল দোকান থেকে উক্ত চাউল উদ্ধার হয়।
দেবহাটা নোয়াপাড়া ইউনিয়নে ভিজিএফ’র চাল আত্মসাৎকারী জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। শুক্রবার প্রথম দফায় ১৪ বস্তা চাউল উদ্ধারের পর আজ রোববার আরও ৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য ডেইলি সাতক্ষীরা শুরু থেকে এই চাল চুরির প্রেক্ষিতে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে যাচ্ছে। ফলে চোরের দল নানা চেষ্টায় সফল হতে পারছে না।
এখন দেখা যাক এই গুরুতর অপরাধে কী দণ্ড পেতে হয় কথিত জনপ্রতিনিধিদের।