আশাশুনি ব্যুরো : আশাশুনির বড়দলে ঐতিহাসিক ৭ই মার্চ ও মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বড়দল বাজার চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বড়দল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মালি”র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলী। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির, খুলনা মহানগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক এস এম কামরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান মন্টু সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মুর্শিদ আলম, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মহসীন আলী লিটনসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল উত্তর বড়দল খ্রিস্টান পাড়া কালী মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি সম্প্রতি বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত কালী মন্দির সংস্কারের আশ্বাস দেন এবং নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। মন্দির পরিদর্শন শেষে খ্রীষ্টান পাড়া ফুটবল মাঠ পরিদর্শন করেন তিনি।
পূর্ববর্তী পোস্ট