বিদেশের খবর: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি ট্রুডোর শরীরেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বৃহস্পতিবার তার অফিস থেকে এই তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে জানানো হয়, সোফি গ্রেগয়ার ট্রুডোর কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। সেখানে করোনা পজিটিভ পাওয়া গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি আইসোলেশনে থাকবেন কিছুদিন। তিনি ভালো অনুভব করছেন, পরামর্শমতো সতর্কতাও গ্রহণ করছেন তিনি। তার শরীরের উপসর্গগুলো খুবই মৃদু।
বিবৃতিতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রীর শরীর ভালো আছে। তবে পূর্বসতর্কতা হিসেবে এবং ডাক্তারের পরামর্শে তিনিও ১৪ দিন আইসোলেশনে থাকবেন।
প্রধানমন্ত্রী তার দায়িত্বগুলো পালন করবেন এবং কানাডার জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্যও দেবেন।
বৃহস্পতিবার ট্রুডো ও তার স্ত্রী ঘোষণা করেন তারা নিজেদের আইসোলেশনে রাখছেন কারণ সোফি কোভিড-১৯ অসুস্থতার পরীক্ষা করিয়েছেন।
ব্রিটেন থেকে ফিরেই সোফির কিছু লক্ষণ দেখা দেয়, তার শরীরে হালকা জ্বরও ছিলো। দ্রুতই তিনি ডাক্তারের পরামর্শ নেন ও পরীক্ষা করেন।