দেশের খবর: রাজধানীর টোলারবাগে করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির বয়স ছিলো ৭৩ বছর। তিনি নিজে কিংবা তার স্বজনদের কেউ বিদেশফেরত ছিলেন না। শনিবার তার মৃত্যুর পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে তিনি যে বাসায় থাকতেন সেটি কোয়ারেন্টিন করা হয়েছে।
জানা যায়, রোগী গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তার হৃদযন্ত্রের বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পরও রোগ ধরা পড়েনি। এরপর ১৭ মার্চ মিরপুরের হাসপাতালটিতে এসে একজন বক্ষব্যাধি চিকিৎসককে দেখান। তিনি পরীক্ষা–নিরীক্ষা করে আশঙ্কা করেন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। পরে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হয়। গতকাল মিরপুরের ওই হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হয় রোগী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ গণমাধ্যমকে জানান, আইইডিসিআরের নির্দেশে টোলারবাগের বাসাটিকে কোয়ারেন্টিন করা হয়েছে। আইইডিসিআরের নির্দেশনা মেনে মৃত ব্যক্তিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে বলেও তিনি জানান।