বিদেশের খবর: করোনাভাইরাসের সংক্রমণ রোধে পুরো ভারত ২১ দিনের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার মধ্যরাত থেকে এই ঘোষণা কার্যকর হবে বলে এনডিটিভি জানিয়েছে।
রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, মধ্যরাত থেকে দেশজুড়ে লকডাউন, এটা ভারতবাসীকে রক্ষা করার জন্য।
তবে লকডাউন না বলে বিষয়টিকে কারফিউ জারির মতো কঠোর বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এই ২১ দিন পুরো দেশের মানুষকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন তিনি।
মোদি বলেন, এই ২১ দিন বাড়ির বাইরে বের হওয়া ভুলে যান। এই কথাটা নরেন্দ্র মোদি নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে অনুরোধ করছি। এই ২১ দিন বাইরে বের হলে প্রশাসনকে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন তিনি।