রাজশাহী নগরীর হড়োগ্রামের পূর্ব পাড়ার কয়েকটি বাড়িতে ব্লক রেইড (সাড়াশি অভিযান) চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ তল্লাশি শুরু হয়।
মহানগর পুলিশের ডিসি (পশ্চিম) নাহিদুল ইসলাম বলেন, ‘এ অভিযানকে ব্লক রেইড বলা হচ্ছে ‘
মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতাখায়ের আলম বলেন, ‘আমরা সোমবার রাতে খবর পেয়েছি এই এলাকায় জঙ্গি অথবা বড় কোনও আসামি থাকতে পারে। সে তথ্যের ভিত্তিতে এই এলাকায় ব্লক রেইড চালানো হচ্ছে।’