আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় প্রশাসনের আহবানে সাড়া না দিয়ে সাধারন মানুষ বিনা প্রয়োজনে বাইরে সামাজিক দূরত্ব বজায় না রেখে ঘোরাঘুরি করছে। সারা বিশ^ যেখানে করোনা ভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে, সেখানে সাতক্ষীরার সাধারন মানুষ যেন বিষয়টি আমলে নিচ্ছেননা। সাতক্ষীরায় পুলিশ প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে ব্যারিকেট দিলেও বিভিন্ন অজুহাতে সাধারন মানুষ শহরে ঘোরাঘুরি করছেন। ইতিমধ্যে সামাজিক দূরত্ব বজায় না রেখে রাস্তায় ঘোরাঘুরি ও সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখারা অপরাধে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে অভিযানে গত ২৪ ঘন্টায় ২৫ টি মামলায় ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া জেলায় পুলিশ, সেনাবাহিনী ও র্যাবসহ আইন শৃখংলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
এদিকে, প্রশাসনসহ বিভিন্ন সংস্থার উদ্যোগে পরিবেশ জীবানু মুক্ত করতে রাস্তায় রাস্তায় জীবানু নাশক স্প্রে করা হচ্ছে।##