মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় জেলা প্রশাসন পদক নীতিমালার আওতায় ২০১৬ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সনদ ও পদক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সনদ ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক (বেসরকারি) পুরস্কার পেয়েছে কালিগঞ্জ এর নলতা মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক (সরকারি) পুরস্কার পেয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক পুরস্কার পেয়েছে শ্যামনগর নওয়াবেঁকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) পুরস্কার পেয়েছে আশাশুনি গুনাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) পুরস্কার পেয়েছে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে সাতক্ষীরা সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক বেসরকারি) রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার পল্টু, শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক সরকারি) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম, শ্রেষ্ঠ শিক্ষক (প্রাথমিক) বহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ ঘোষ, শ্রেষ্ঠ শিক্ষক (মাদরাসা) সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এ.কে এম মোবাশ্বেরুজ্জামান, শ্রেষ্ঠ শিক্ষক (কারিগরি) সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনট্রাক্টর রঞ্জন কুমার সরকার, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কালিগঞ্জ নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টি.এম আরিফিন, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় দেবহাটা হাদিপুর জগন্নাথপুর আলিম মাদ্রাসার রাসেল সাদিক ইমন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সেজুতি দত্ত তনা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জেরিন তাসনিম, জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় শ্যামনগর জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসার লিমা পারভীন, দাখিল পরীক্ষায় সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মো. আব্দুল্লাহ আল-নাঈম ও এস.এস.সি ভোকেশনাল কলারোয়া জি.কে.এমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রদীপ কুমার দাসকে জেলা প্রশাসন পদক নীতিমালার আওতায় ২০১৬ সালের ৫১টি শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সনদ ও পদক বিতরণ করা হয়। এছাড়া ও জেলার ৭টি উপজেলার ৪৭জন শিক্ষার্থীকে জেলা প্রশাসন শিক্ষা পদক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি মো. আবু সাঈদ ও সহকারী কমিশনার আসফিয়া সিরাত।