আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইটের পাঁজাসহ বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত কার্যক্রম ও বাজার মনিটরিংকালে সামাজিক দূরত্ব বজায় না রাখা, সরকারী আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে দুই ইটের পাঁজা মালিক ও তিন মোটরসাইকেল চালককে সর্বমোট ৭৮০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামালের নির্দেশে, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার পরামর্শ অনুযায়ী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। সেনাবাহিনী ও পুলিশ সদস্যের অংশগ্রহনে উপজেলার বড়দল ইউনিয়নের বড়দল বাজার, গোয়ালডাঙ্গা বাজার, খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজারসহ বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কার্যক্রম ও বাজার মনিটরিংকালে বড়দল ইউনিয়নের বুড়িয়া মোহাম্মদ নগর গ্রামের নূর আলম শেখ এর স্ত্রী খুকুমণিকে অবৈধ ভাবে ইটের পাঁজা পোড়ানোর অপরাধে ২০০০ টাকা ও বামনডাঙ্গা গ্রামের পুতিরাম সরদারের পুত্র পুলিন সরদারকে অবৈধ ভাবে ইটের পাঁজা পোড়ানোর অপরাধে ৫০০০ হাজার টাকা এবং সরকারি নির্দেশ অমান্য করায় তিন মোটরসাইকেল চালককে ৮০০ টাকা জরিমানা করেন। পরে খুলনা জেলার সংযোগস্থল বড়দল কপোতাক্ষ ব্রীজের দুই জেলার যাতায়াত বন্ধের লকডাউন কৃত ব্রীজ পরিদর্শন করেন। এছাড়াও সন্ধ্যা ৬টার পর ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান।