আবু ছালেক: মঙ্গলবার ভোর রাতে জোড়দিয়া বিলে ঘেরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। জানা গেছে জোড়দিয়া গ্রামের ফজর আলী সরদারের বড় পুত্র সেলিম রেজাদির্ঘদিন ধরে ঘের করে আসছে,বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে ঘেরে চালাই মাছ চাষ করে আসছে,কিন্ত হঠাৎ করে মঙ্গলবার ভোর রাতে কে বা কাহারা শত্রুতা মুলক ভাবে তার ১৫ বিঘা ঘেরের মধ্যে ঘেরের খাদ্যে বিষ প্রয়োগ করলে ঐ খাদ্য ঘেরে দেওয়ার পর ঘেরে থাকা ছাটি,রুই, কাতলা,মৃগেল,গ্লাসকাপ,ব্লাককাপ সহ অসংখ্য মাছ নিধন হয়েছে।বুধবার সন্ধায় গরিব অসহায় ঘের মালিক সেলিম রেজা সাংবাদিক মো: আবু ছালেকের সাথে মাছ নিধন নিয়ে বলার সময় কাদতে কাদতে বলে আমি গরিব মানুষ,কারা আমার পিছনে লাগছে জানিনা, এ বছর আমার ঘেরে বিষ প্রয়োগ করছে, আমার আর জায়গা নাই আমি কি করে চলব। এ ব্যাপারে স্হানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ কে ৩ লক্ষ টাকার নিধন কৃত মাছ দেখানো হয়েছে এবং বিস্তারিত ভাবে সকল তথ্য জানানো হয়েছে। তবে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধন নিয়ে থানায় একটি অভিযোগের প্রস্ততি চলছিল। এলাকায় দির্ঘ দিনের সন্ত্রাস,মাছ ছিনতাইয়ের অভিযোগ একের পর এক শুনতে হত প্রত্যহ,কিছু দিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।অথচ এদের গড ফাদার কারা যারা এ সকল কাজের সহযোগিতা করে। সরজমিনে তদন্ত কালে এ সকল গড ফাদারের নাম সহ মাছ নিধন কারিদের নাম প্রচার হতে পারে যদি সঠিক ভাবে তদন্ত করা হয়, দ্রত সঠিক ভাবে তদন্ত করা হোক এমন দাবি সচেতন মহলের উর্ধতন কর্তৃপক্ষের কাছে
পূর্ববর্তী পোস্ট