কে এম রেজাউল করিম দেবহাটা : ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানে সব হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন দেবহাটার মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির পরিবার। ঘূর্ণিঝড়ে সব হারিয়ে মানবেতর যাপন করলেও মেলেনি কোন সরকারি, বে-সরকারি সাহায্য সহায়তা। উপজেলার বসন্তপুর গ্রামের খালের পাড়ে ২ ছেলে, এক মেয়ে সহ মোট ৬জন সদস্য নিয়ে বসবাস করেন তিনি। কৃষি কাজের পাশাপাশি মৈসুুমে আম বাগান কিনে ব্যবসা করে কোন রকম সংসার পরিচালনা করেন তিনি। কিন্তু কয়েকদিন আগে ঘটে যাওয়া আম্ফান ঝড়ে সব হারিয়ে এখন নিঃস্ব প্রায়। তার বাড়িতে গিয়ে দেখা গেছে বসতবাড়ির ২টি ঘরের মধ্যে একটি সম্পূর্ণ ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। অপরটির লন্ডভন্ড হয়ে গছে। বর্তমানে খোলা আকাশের নিচে সববাস করছেন তারা। পরিবার পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। এই পরিবারটি দেবহাটা ও সখিপুর ইউনিয়নের সীমান্তবর্তী এবং খালে পাড়ে হওয়ায় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের যাওয়া আসার সুযোগ হয়ে ওঠে না বলেও স্থানীয়দের অভিযোগ রয়েছে। সে কারণে এখানের মানুষেরা অসহায় ও মানবেতর জীবন যাপন করে আসছে।
মনিরুল ইসলাম জানান, ঝড়ে আমার বসতঘর, রান্নাঘর সহ কিছু শেষ হয়ে গেছে। এমনকি আমার কেনা আম বাগানের সব আম পড়ে যেয়ে সকল পুজিঁ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। পরিবারের সদস্যদের নিয়ে আমি এখন অনাহারে অসহায় জীবন যাপন করছি। আমার সমার্থ না থাকায় মাটির তৈরী ঘরে বসবাস করি। কিন্তু ঝড়ে মাটির ঘর ভেঙ্গে যাওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি ভাবে যদি গৃহ নির্মান করে দেয় তাহলে আমার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদে জীবন যাপন করতে পারব।
এসব পরিবারের পাশে সরকারি, বে-সরকারি ভাবে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া আনুরোধ জানিয়েছেন সচেতনমহল।
পূর্ববর্তী পোস্ট