আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় ত্রান সহায়তা দেয়ার জন্য নেয়া ঘুষের টাকা ফেরত চাওয়াই ইউপি সদস্য কর্তৃক ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১১ টার দিকে নগরঘাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মিঠাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ওই ইউপি সদস্যের শাস্তির দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিঠাবাড়ি এলাকার বয়োবৃদ্ধ নুর ইসলাম ত্রাণ সহায়তা পাওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদকে এক হাজার টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি কোন ত্রান সহায়তা না পাওয়ায় টাকা ফেরত চাইলে বহু মানুষের সামনে ওই ইউপি সদস্য তাকে চড় থাপ্পড় মারেন। এ ঘটনার পর বয়োবৃদ্ধ মানুষটি লোক লজ্জার ভয়ে আর বাড়ি থেকে বের হচ্ছেন না বলে জানা গেছে। পাঁচ মেয়ে ও এক পুত্র সন্তানের জনক বয়োবৃদ্ধ নুর ইসলাম ছোট চাঁচের বেড়া দিয়ে তৈরী করা একটি ঘরে তিনি তার পরিবার নিয়ে বসবাস করেন। জীবনের শেষ বেলায় খাদ্যের জন্য মারপিট করায় তিনি মানষিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে ইউপি সদস্য আব্দুস সামাদ জানান, বৃদ্ধ নুরইসলাম তাকে ত্রানের জন্য গালিগালাচ করায় এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে, তবে কোন মারপিটের ঘটনা ঘটেনি বলে জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু ইউপি সদস্য আব্দুস সামাদের বরাত দিয়ে জানান, টাকা নেয়ার বিষয়টি সঠিক নয়। তবে, একটি বেসরকারী সংস্থার ত্রান সহায়তা না পাওয়ায় ওই বৃদ্ধ লোকটি ইউপি সদস্য আব্দুস সামাদকে লোক জনের সামনে গালিগালাচ করেন। একপর্যায়ে ইউপি সদস্য আব্দুস সামাদ তাকে দুটি চড় থাপ্পড় মারেন বলে তিনি তার কাছ থেকে জেনেছেন।
পূর্ববর্তী পোস্ট