শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর, ঈশ্বরীপুর ইউনিয়নে বাজার মসজিদে শনিবার বিকাল পাঁচটায় ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আইন শৃঙ্খলা অবনতি অভিযোগে শ্যামনগর থানায় মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বাদী হয়ে,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান কোবির, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির আলী, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি নেতা আবদুর রশিদ ঢালী, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, শ্যামনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু, সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা নুরুজ্জামান,কাশিমাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গফফার মিঠু, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম আবু বক্কর,মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম বেলাল, আনিসুর রহমান, আল মামুন, আব্দুর রহিম, রফিকুল ইসলাম,আব্দুল্লাহ আল কাইয়ুম সহ ১৫/১৬ জন ব্যক্তি পারস্পরিক যোগাযোগের জাতীয় শোক দিবস অনুষ্ঠানের প্রতি অবমাননা করে উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস কে অবজ্ঞা করে অনুষ্ঠানসমূহে নাশকতা ও অস্থিতিশীল করার প্রয়াসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি আরোগ্য দীর্ঘায়ু প্রার্থনার আড়ালের জন্মদিন অনুষ্ঠান পালনের লিপ্ত ছিল যা রাষ্ট্রীয় নির্দেশনাকে অবজ্ঞার শামিল। শুধু তাই নয় মসজিদের অভ্যন্তরের জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সহ ব্যানার লাগিয়ে জমায়েত হয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করে মসজিদের পবিত্রতা নষ্ট করে ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ঘৃণ্য অপপ্রচারের ধর্মীয় উত্তেজনার সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন। এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ভারঃ) আলহাজ্ব নাজমুল হুদা বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও আইন শৃঙ্খলা অবনতি ঘটনায় শ্যামনগর থানায় মামলা রেকর্ড হয়েছে মামলা নাম্বার ২৩।
পূর্ববর্তী পোস্ট