আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ও আশাশুনি সদর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও প্রতাপনগর ইউনিয়নের ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর এর চাউল বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যানও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও প্রতাপনগরের লস্কারী খাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণকালে বলেন, লঘুচাপ,অতিবর্ষণ ও প্রবল জোয়ারের কারণে ভাঙ্গন কবলিত এলাকার মূল বাধ ও রিং বাঁধ ভেঙে প্রতাপনগর, শ্রীউলা ইউনিয়নের সকল গ্রাম ও আশাশুনি সদর ইউনিয়নের অধিকাংশ গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমি এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সাথে কথা বলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহের ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন, আমি সরকারের বিভিন্ন দপ্তরে কথা বলেছি যাতে অতি দ্রুত রিংবাঁধ ও পরবর্তীতে টেকসই বাঁধ দিয়ে বানভাসি মানুষ ও ভাঙ্গন কবলিত এলাকাকে রক্ষা করা যায়। এসময় তিনি উপকূলবর্তী জনগণ ও জনপদকে রক্ষার লক্ষ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসময় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ইউপি সদস্য কোহিনুর ইসলাম, সিরাজুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট